ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরীহ কোনো লোককে অযথা হয়রানি, হয়রানিমূলক ভাবে গ্রেফতার দেখানো বা সন্দেহমূলক কাউকে হয়রানি করা যাবে না। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের নেতৃত্বে মাসিক অপরাধ পর্যালোচনার সম্মেলন-ক্রাইম কনফারেন্সে এ নির্দেশনা দেন তিনি। কনফারেন্স শেষে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন।এর আগে বৃহস্পতিবার সকালে ডিএমপি হেড কোয়ার্টার্সে শুরু হওয়া কনফারেন্সটি বিকেলে শেষ হয়। এতে অংশ নেন ডিএমপি পুলিশের বিভিন্ন বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও সহকারী কমিশনার (এসি) ও ৪৯ থানার ওসিরা। কনফারেন্সে ডিএমপি কমিশনার বলেন, ডাকাতি, দস্যুতা, খুন বা অন্য কোন মামলায় নিরীহ লোককে অযথা হয়রানি করা যাবে না। তবে অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করেতে হবে। তিনি বলেন, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ অপরাধ বিভাগ এবং গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (ডিবি) একসঙ্গে কাজ করবে। নগদ টাকা পরিবহনে যদি কেউ পুলিশের সহায়তা চায় সে ক্ষেত্রে অবশ্যই সহায়তা প্রদান করতে হবে। এসময় গত জানুয়ারি মাসে কনফারেন্সে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।এআর/একে/এসকেডি/পিআর