বগুড়া শহরের মাটিডালী এলাকার দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তিন নারী ও তিন পুরুষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের মাটিডালী এলাকায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় ছয় নারী-পুরুষকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক করা হয়।
এমআরআর/এএসএম