ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা ‘কথিত কথা’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সম্পূরক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এটা ‘কথিত কথা’। এর কোনো দালিলিক প্রমাণ নেই। লোক মুখে প্রচার হতে হতে এমনটি হয়েছে। বিরোধী দলীয় নেতার প্রশ্নটি ছিল, বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবি নেই কেন? তাহলে কি তার শিক্ষার মান কমে গেছে? এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরো বলেন, ঢাবির শিক্ষার মান কমে যায়নি। এর উন্নয়ন হচ্ছে। এখানে দেশের মেধাবী ছাত্ররা ভর্তি হয়, মেধাবী শিক্ষকরা আছেন। যে বিশ্ববিদ্যালয়গুলো একশর ভিতরে রয়েছে, সেগুলো অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিশ্বের অনেক নামী বিশ্ববিদ্যালয়ও সেরা একশের তালিকায় স্থান পায়নি।এইচএস/এনএফ/এমএস