দেশজুড়ে

ভলিবলে বিএসএফকে হারাল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রামে মৈত্রী ভলিবল প্রতিযোগিতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) ২-০ সেটে পরাজিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বুড়িমারী কাস্টমস মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিএসএফের জলপাইগুড়ি সেক্টর ও বিজিবি রংপুর সেক্টর অংশ নেয়।

সরেজমিনে দেখা যায়, প্রতিযোগিতাকে কেন্দ্র করে বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস মাঠে ছিল সাজ সাজ রব। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। মাঠের চারপাশ কানায় কানায় ভরে যায়। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মাঠ।

বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াসির জাহান হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিজয় মেহতা, ৬ বিএসএফে ব্যাটেলিয়নের পরিচালক অতুল সৈনী, ৪০ বিএসএফে ব্যাটেলিয়নের পরিচালক বিভূতি ভূষণ কুমার, ৬১ বিজিবি ব্যাটেলিয়নের পরিচালক মীর হাসান শাহরিয়ার মাহমুদ, ৫১ বিজিবি পরিচালক এএফএম আজমল হাসান খান, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইটসহ বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াসির জাহান হোসাইন বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে। এ ধরনের প্রতিযোগিতা আরও আয়োজন করা হবে।

রবিউল হাসান/আরএইচ/জিকেএস