দেশজুড়ে

ভোলায় মৌটুপি গ্রামে পাখি মেলা

ভোলা শহরতলীর মৌটুপি গ্রামে বৃহস্পতিবার দিনব্যাপী পাখি মেলার আয়োজন করা হয়। এদিন সকালে দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ বার্ড ক্লাবের সচিব ও বাংলাদেশের প্রথম দু’দুবার এভারেস্ট বিজয়ী এমএ মুহিত। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা ফরিদ মিয়া, ব্রিটিশ পাখি বিশেষজ্ঞ বিল উইলিয়াম, জোন্স স্টিফেন স্যামওরথ, মি. টন, বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, নেকমের বন্যপ্রাণি ও পাখি গবেষক সামিউল মোহসেনিন প্রমুখ। সভাপত্বি করেন আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জাউদ্দিন আহাম্মেদ। মেলায় মুহিত বলেন, সাগর ও নদী বেষ্ঠিত ভোলা জেলা হচ্ছে পাখিদের নিরাপদ আভাসস্থল। তারপরও একটি চক্র পাখি নিধন করে চলেছে। জীববৈচিত্র্য ধরে রাখতে পাখি সংরক্ষণ প্রয়োজন। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলা আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।দিনব্যাপী এ পাখি মেলায় শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র প্রদর্শনী, পাখি বিষয়ক সচিত্র উপস্থাপনা, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) ও বাংলাদেশ বন অধিদফতর মেলার আয়োজন করে। এছাড়া মেলার সহযোগিতায় ছিল বাংলাদেশ বার্ড ক্লাব ও এডভেঞ্চার ক্লাব। এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ পাখি মেলায় ভিড় জমায়। পরে পরিযায়ী পাখিসহ স্থানীয় নানা রকম পাখির বিচরণ নিয়ে শিক্ষার্থীদের আলোচিত্র দেখানো হয়।   অমিতাভ অপু/এমএএস/এমএস