গাজীপুরে ময়লার ড্রামের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া জাগো নিউজকে বলেন, আহসানের বাড়ির পাশে ময়লা আবর্জনার ড্রাম ছিল। কয়েকটি কুকুর সেই ড্রামের কাত করতেই ভেতর থেকে নবজাতকের মরদেহ বের হয়ে সড়কের পাশে পড়ে। এমন দৃশ্য দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে কেউ ওই নবজাতকের মরদেহ ময়লার ড্রামে ফেলে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম