দেশজুড়ে

পাবনায় ভেজাল সন্দেহে সাড়ে ৪ হাজার লিটার ঘি জব্দ

পাবনার দুগ্ধ উৎপাদন প্রধান এলাকাগুলো বিশেষ করে সাঁথিয়া, সুজানগর, বেড়া, ফরিদপুরে দেদারছে তৈরি হচ্ছে ভেজাল ঘি ও মাঠা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এসব ভেজাল দুধ ও দুগ্ধজাত সামগ্রী তৈরি করে বাজারজাত করেন। সম্প্রতি তাদের দৌরাত্ম বাড়ায় প্রশাসনিক অভিযান শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে বুধবার (১৯ অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা ঘোষপাড়া গ্রামের মানিক ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সন্দেহে চার হাজার ৫০০ লিটার ঘি জব্দ করেছে।

পাবনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবারের ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এসময় পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে সাঁথিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনিরুজ্জামান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল সন্দেহে মজুত ঘি জব্দ করা হয়েছে। নমুনা ঘি বিএসটিআইয়ে পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার ডিবির ওসি আরও বলেন, খবর পেলেই আমরা অভিযান চালাবো। তবে এক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা খুবই প্রয়োজন।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস