ক্যাম্পাস

শাবিপ্রবির সিইই অ্যালামনাই দেখাবে ক্যারিয়ার গড়ার পথ

শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড অন্ট্রাপ্রেনিয়র ফর সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ার’ শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্র (২১ অক্টোবর) ও শনিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১২ নং কক্ষে দুদিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে শাবি প্রেসক্লাব কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ আয়োজনের কথা জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরান কবির।

তিনি জানান, ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে অসংখ্য ফিল্ড বা ক্ষেত্র রয়েছে। গ্রাজুয়েশন শেষ করে অনেকে কোন ক্ষেত্রকে ক্যারিয়ার হিসেবে নিবে তা নিয়ে সংশয় দেখা যায়। আমাদের বিভাগের অনেকে বিভিন্ন ক্ষেত্রে সফলতা পেয়েছেন। গ্রাজুয়েশনদের সঠিক ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিন ব্যাপী ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড অন্ট্রাপ্রেনিয়র নিয়ে তথ্য শেয়ারিং হবে।

এ আয়োজনে সিইই বিভাগের ১৪টি সেক্টর থেকে ১৪ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রথমদিন সাতজন ও দ্বিতীয় দিন বাকি সাতজন আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের উদ্যোক্তা হবার বা সরকারি-বেসরকারি, বিসিএস, এনজিও ও সিভিল অ্যান্ড এনভায়রনমন্টাল খাতে বিশেষজ্ঞ হওয়ার বিষয়ে নানা দিকনির্দেশনা ও পরামর্শ দিবেন।

এসময় উপস্থিত ছিলেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী যুবায়ের হোসাইন, জোবায়ের হোসেন সালমান ও মাহমুদুল হক তমাল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যকরী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাব

প্রথমদিনে এনভায়রনমেন্টাল সেক্টরে উদ্যোক্তা বিষয়ে গ্রিনবাডের প্রধান কার্যনিবাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার সৈয়দ তাসনিম মাহমুদ, এনজিও সেক্টর নিয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রযুক্তিগত সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. জাকির হোসাইন, নন-ক্যাডার জবের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম, নির্মাণ সেক্টর নিয়ে প্রোপার্টি উন্নয়ন লিমিটেডের প্রধান অপারেটিং কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ বি এম সাইফুল ইসলাম, গবেষণা নিয়ে শাবিপ্রবির সিইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান আলোচনা করবেন।

একইদিন বিকেল চারটায় ক্যাডার সার্ভিস নিয়ে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে আলোচনা করবেন লোক প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত উপ-কমিশনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত এসপি ইঞ্জিনিয়ার শেখ মো. সালিম।

দ্বিতীয় দিন শনিবার (২২ অক্টোবর) ক্যাডার সার্ভিস নিয়ে বাংলাদেশ রেলওয়ের কার্যনির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম, রোডস্ অ্যান্ড হাইওয়ে বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী নাহিদ সুলতানা, কন্ট্রাক্ট অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট সেক্টর নিয়ে বাংলাদেশ আর্মি’র কন্ট্রাক্ট স্পেশালিস্ট ও কন্সট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট প্রকৌশলী হারুন রশিদ, সরকারি চাকরি বিষয়ে সরকারি স্বাস্থ্য প্রকৌশলের কার্যনির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়ালস্ কোয়ালিটি অ্যাসিউরেন্স বিষয়ে সিআরটিসি-সাস্ট (CRTC-SUST) এর সিনিয়র ম্যাটারিয়াল প্রকৌশলী উদয় কুমার দাস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা বিষয়ে ওয়ে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল রায়হান এবং পানি ও জলবায়ু পরিবর্তন সেক্টর বিষয়ে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের হাইড্রোলজিস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট ইঞ্জিনিয়ার রিয়াসাত আমিন।

অনুষ্ঠানে সিইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সিইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

নাঈম আহমদ শুভ/এমকেআর