দেশজুড়ে

গাইবান্ধায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হাত পা বেঁধে নির্যাতন

যৌতুক দিতে না পারায় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর উত্তরপাড়া গ্রামে সুমি বেগম (২৮) নামে এক গৃহবধূকে বুধবার সন্ধ্যায় মারপিট করে গুরুতর জখম করা হয়। আহত সুমি বেগম গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন। সুমি বেগম জানায়, তার স্বামী আফজাল হোসেন শাশুড়ি রাহিলা বেগম ও জায়ের ছেলে সজিব মিলে দু’হাত-পা রশি দিয়ে বেঁধে তাকে বেধড়ক মারধর করে। এতে সুমি বেগমের তলপেট, কোমরের নিচে ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সুমি বেগম পার্শ্ববর্তী শিবপুর ইউনিয়নের তরুনীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। সুমির পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর উত্তরপাড়া গ্রামের মৃত গোলজার রহমানের ছেলে আফজাল হোসেনের (৪০) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে আফজাল হোসেন সুমির কাছে যৌতুক বাবদ এক লাখ টাকা দাবি করতে থাকে। কিন্তু দাবিকৃত যৌতুক দিতে না পারায় আফজাল হোসেনের পরিবারের লোকজন তার উপর নির্যাতন শুরু করে। ইতোমধ্যে সুমি বেগম ২টি মেয়ে ও ১টি ছেলের জন্ম দেন। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, ওই ঘটনার ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অমিত দাশ/এমএএস/পিআর