আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেবে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ওসমান পৌর স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শামীম ওসমান বলেন, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। বড় ভাই এ কে এম নাসিম ওসমানের নামের সেতু উদ্বোধনের সময়ে প্রধানমন্ত্রী যেভাবে আমাদের পরিবারকে স্মরণ করেছেন এরপর আর কিছু চাওয়ার থাকে না। সেদিন প্রধানমন্ত্রী বলেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আমরা ছিল রাখতে চাই না। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে।
মানুষ আর হাইব্রিডের ধাক্কা খেতে চায় না। তৃণমূলের মূল্যায়ন চায়। কমিটিতে যেন তৃণমূলের মূল্যায়ন করা হয়। মানুষ তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন চায়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এবং প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস