পাবনার চাটমোহরে রেলস্টেশনে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন বিষয়টি নিশ্চত করে জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের চাটমোহর স্টেশনের ক্রসিং পৌঁছালে হঠাৎ ৬নং বগির একটি চাকা ভেঙে যায়। এতে ওই বগিটিসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।ট্রেনের ড্রাইভার শহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, দুর্ঘটনার সময় ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আলাউদ্দিন আহমেদ/একে জামান/এফএ/এআরএ/এমএস