খেলাধুলা

টেস্টের প্রথম দিনটা অস্ট্রেলিয়ার

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে ৩৬ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে অজি বোলারদের দাপটে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৪৭ রান করে দিনশেষ করে অস্ট্রেলিয়া।ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল আর টম লাথামের জুটি টিকেছিল মাত্র ১৭ রান। ৬ রান করে ফেরেন লাথাম। ৩৮ রানে বিদায় নেন গাপটিলও। দলীয় ৪৭ রানে আউট হয়ে যান কেনে উইলিয়ামসন। অভিষিক্ত হেনরি নিকলস ব্যাট করতে নামেন চার নম্বরে। তিনিও আউট হয়ে যান মাত্র ৮ রান করে। কিউইদের বিপর্যয় আরও দীর্ঘায়িত হয় ম্যাককালামের গোল্ডেন ডাকের কারণে।মিডল অর্ডারে কোরি অ্যান্ডারসন বিজে ওয়াটলিংকে সাথে নিয়ে চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর ৩৭ রানের জুটি গড়ে। ১৭ রান করে ওয়াটলিং আউট হয়ে গেলে আবারও ধাক্কা খায় নিউজিল্যান্ড। এরপর ব্রেসওয়েলও আউট হয়ে যান দ্রুত। ৯৭ রানেই নিউজিল্যান্ডের নাই হয়ে যায় ৭ উইকেট।এরপর ৪০ রানের জুটি গড়েন এন্ডারসন আর মার্ক ক্রেইগ। ৩৮ রান করে দলীয় ১৩৭ রানের মাথায় আউট হয়ে যান এন্ডারসন। একই সময় নবম উইকেট হিসেবে আউট হন টিম সাউদিও। দশম উইকেট জুটিতেই অস্ট্রেলিয়ার বোলারদের যা ভুগিয়েছেন মার্ক ক্রেইগ আর ট্রেন্ট বোল্ট। ইনিংসের সবচেয়ে বড়, ৪৬ রানের জুটি গড়েন এ দু’জন। ২২ বলে ২৪ রান করে বোল্ট আউট হয়ে গেলে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও যে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পেরেছে সেটাও নয়। টিম সাউদির তোপের মুখে ৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। বোজ বার্নস শূন্য এবং ওয়ার্নার করেন ৫ রান। তবে তৃতীয় উইকেট জুটিই বাঁচিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। উসমান খাজাকে নিয়ে ১২৬ রানের জুটি গড়েন অধিনায়ক স্মিথ। দলীয় ১৩১ রানের মাথায় ১১২ বলে ৭১ রান করে আউট হন স্মিথ। তবে ৯৬ বলে ৫৭ রান করে অপরাজিত রয়ে গেলেন উসমান খাজা। তার সঙ্গী হিসেবে ৭ রানে রয়েছেন অ্যাডাম ভোজেস।এমআর/এমএস