দেশজুড়ে

ফেনীতে ৩ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফেনীতে পল্লী বিদ্যুতের গ্রাহক মোট তিন লাখ ৮০ হাজার। এর মধ্যে তিন লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন আছে। দুপুর ১২ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত মাত্র ৮০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু আছে।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পল্লী বিদ্যুতের ৩৭টি খাম্বা ভেঙেছে ও ৪৫৫টি তার ছিঁড়ে গেছে। এছাড়া ৩৮৫ জন গ্রাহকের মিটার ভেঙেছে। ১১টি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে। লাইন মেরামতে মাঠে ১১৫টি টিম কাজ করছে। সব মিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া নদীর পানি ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। এদিকে গাছপালা তারের উপর ভেঙ্গে পড়ে ৬টি উপজেলার অনেক গ্রাম সোমবার থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় ইন্টারনেট সেবাও বিঘ্নিত হচ্ছে।

ঝড়ো বাতাসে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় মধ্য রাত থেকেই ফেনীর অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

তবে মঙ্গলবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। ভোর থেকে সড়কে ভেঙে পড়া গাছগুলো সরানো, ঘর মেরামতসহ আশ্রয়কেন্দ্রগুলো থেকে ফিরতে শুরু করেছে লোকজন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান জানান, ফেনীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কৃষি ও বিদ্যুৎ খাতে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ মেট্রিক টন চাল, ৪০০ বস্তা শুকনা খাবার, ১৫০ কার্টুন কেক, ১৫০ কার্টুন বিস্কুট ও নগদ দুই লাখ টাকা বিতরণ করা হচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম