একুশে বইমেলা

উপচে পড়া ভিড়ে কাটতিও ছিল বেশ

শুক্রবার ছিল একুশে বইমেলার ১২তম দিবস। এ দিন মেলা শুরু হয় বেলা ১১টায় শিশু প্রহরের মধ্য দিয়ে। এরআগেই সকাল সাড়ে ৯টায় গ্রন্থমেলার মূলমঞ্চে শিশু-কিশোরদের সঙ্গীত প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলার আনন্দ শুরু। সে আনন্দ আর থেমে থাকেনি। মেলা শুরুর দ্বিতীয় ছুটির দিন ছিল আজ। লগ্ন পেরুলেও মানুষের ভিড় কমেনি। শেষ বেলা পর্যন্ত চলেছে ধুম বেচাকেনা। ১ ফেব্রুয়ারি মেলা শুরু হলেও মেলার দৃশ্যপটে বড় একটা পরিবর্তন এসেছে আজ, ১১ দিন পর। এদিন দুপুরের পর থেকেই মেলায় প্রবেশের গেটগুলোতে দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। মানুষের দাঁড়িয়ে থাকা সারি চলে টিএসসি মোড় পর্যন্ত। সন্ধ্যা নাগাদ মেলা চত্বরে যেন তিল ধরার ঠাঁই ছিল না। মেলার ১২তম দিনে মোট ২৮০টি বই এসেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। উপচে পড়া ভিড়ে প্রকাশনাগুলোর বই বেচাকেনাও হয় বেশ। বিশেষ করে মূল ধরার প্রকাশনীগুলোর বইয়ের কাটতি অন্যদিনের চেয়ে অনেক বেশি ছিল বলে প্রকাশকরা জানিয়েছেন। সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ জাগোনিউজকে বলেন, ‘মেলা মূলত ছুটির দিনগুলোকে কেন্দ্র করেই জমে ওঠে। আমাদের প্রস্তুতিও থাকে ছুটির দিন, বিশেষ করে শুক্রবারকে উপলক্ষ্য করে।’তিনি বলেন, ‘মেলা শুরু হওয়ার পর আজই সবচেয়ে ভালো বেচাকেনা হয়েছে। আশা করছি, আগামী দিনগেুলোতেও মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়বে।’ অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক বলেন, ‘বেশ বেচাকেনা হয়েছে আজ। এতদিন মানুষ শুধু ঘুরতে এসেছেন, মেলা দেখতে এসেছেন। আজই পাঠকরা বই কেনায় মন দিয়েছেন।’এএসএস/এনএফ/এমএস