দেশজুড়ে

কুষ্টিয়ায় চোর সন্দেহে সাইকেল মেকানিককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ায় চোর সন্দেহে ফজল শেখ (৪০) নামের এক সাইকেল মেকানিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফজল শেখ (৪০) খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সেনগ্রামের বাসিন্দা।

ফজলের স্বজনরা জানান, রাত ৯টার দিকে মোবাইল ফোনে কল পেয়ে ফজল বাড়ি থেকে বের হন। এরপর রাত ১টার দিকে বাড়িতে খবর আসে মেঘনা গ্রামের কাচারিবাড়ির খুঁটিতে বেঁধে গ্রামবাসীরা তাকে মারধর করছেন। তার স্ত্রী নার্গিস খাতুন দ্রুত কাচারিবাড়িতে ছুটে যান। গিয়ে দেখেন খুঁটিতে হাত-পা বাঁধা ফজল। শুধু পানি পানি করছেন। সেসময় গ্রামবাসী তাকে পানিও দেননি, চিকিৎসাও করাননি।

ফজলের স্ত্রীকেও সেবা করতে দেওয়া হয়নি। রাত ৩টার দিকে যখন ফজলের শরীর নিস্তেজ হয়ে পড়ে, তখন এলাকাবাসী চলে যান। ভোরে স্ত্রী তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামীর মরদেহটি নিয়ে স্ত্রী নিজ বাড়িতে ফিরে আসেন।

নার্গিস খাতুন বলেন, ‘ওই এলাকার আবু বক্কর, হোসেন, ইরি, সামছুলরা বেশি মেরেছে। ওরা বারবার বলছিল মেরে ফেল ওকে মেরে ফেল। আমার স্বামী একজন মেকার, চোর নয়। তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

কাচারিবাড়ির মোশারফের ছেলে বিপুল হোসেন বলেন, ‘সোমবার রাতে এলাকার সামছুলের বাড়িতে কয়েকজন চোর অটোরিকশার ব্যাটারি চুরি করছিল। এ সময় চোরকে ধরে গ্রামের লোকজন কাচারিবাড়িতে বেঁধে রেখেছিল। তাকে মারধরও করা হয়েছে। রাতে খুব ঝড়-বৃষ্টি হচ্ছিল। তাই বাড়ি চলে গিয়েছিলাম। সকালে শুনলাম স্ট্রোক করে মারা গেছে চোর।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সকালে সেনগ্রামের নিজ বাড়ি থেকে ফজলের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চোর সন্দেহে এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

ওসি আরও বলেন, ঘটনা পাংশা থানায়। তাই মামলা সংক্রান্ত কার্যক্রম তারা করবে। তবে এ থানায় ফজলের নামে কোনো চুরি বা অন্য মামলা নেই।

আল-মামুন সাগর/এসজে/জিকেএস