টাঙ্গাইলে মাসুদ আহমেদ নামে এক ভুয়া চিকিৎসকে আটক করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে শাহজালাল ফার্মেসির মালিক মো. সাদিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলা পৌর শহরের জামালপুর রোডে হাসপাতাল পাশের শাহজাহালাল ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।
অভিযানে দেখা যায়, মাসুদ আহমেদ ওই ফার্মেসিতে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি ডাক্তারি পড়াশোনা না করেও রোগীদের আকৃষ্ট করার জন্য এমবিবিএস, এফসিপিএস, সিসিডি ডিগ্রি ব্যবহার করে ভিজিটিং কার্ড ও নিজস্ব প্যাড তৈরি করে ব্যবহার করতেন। এছাড়া রোগীদের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে সেখান থেকেও কমিশন নিতেন। এসব অপরাধে ভুয়া চিকিৎসক মাসুদকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে শাহজালাল ফার্মেসির মালিক মো. সাদিকুর রহমানকেও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, মাসুদ আহমেদ নামে ওই ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তিনি ডাক্তারি পড়াশোনা না করেও এমবিবিএস, এফসিপিএস ও সিসিডি ডিগ্রি লাগিয়ে ভিজিডিং কার্ড ও প্যাড ব্যবহার করতেন। এসব অপরাধে তাকে অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএডি