নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিয়ের জন্য ডেকে বন্ধুদের সঙ্গে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।
জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
ধর্ষণের শিকার কিশোরী জানায়, কাঞ্চন পৌরসভার বাড়ৈপাড়া এলাকার হৃদয় নামে এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার দুপুর ১২টার দিকে হৃদয় তাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবে বলে রেডি হয়ে বের হতে বলে। কিশোরী তার কথামতো নলপাথর এলাকার রিজেন্ট টাউনের সামনে যায়। এ সময় হৃদয়সহ পাঁচ যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে আবাসন এলাকায় থাকা কাশবনের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
কিশোরী আরও জানায়, তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তাকে ফেলে রেখে সবাই চলে যায়। স্থানীয়রা কয়েকজন তাকে নির্জন স্থানে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চায়। পুলিশ এসে বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জাগো নিউজকে বলেন, কিশোরীকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
এসজে/এমএস