বিনোদন

কাজী হায়াতের গল্পের নায়িকা বিন্দিয়া

ঢাকাই ছবির সফল ও জনপ্রিয় পরিচালক কাজী হায়াৎ। তার ছবি মানেই চমক। গল্পের গাঁথুনি আর সংলাপের যাদু। আগের মতো এখন আর তেমন ব্যস্ততা না থাকলেও তিনি প্রতি বছরই একটি করে ছবি নির্মাণের চেষ্টা করেন।তবে চলতি বছরে রকিবুল ইসলাম রাকিব কাজী হায়াতের গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘মাস্তান পুলিশ’ নামে একটি ছবি। এখানে নতুন মুখ হিসেবে দেখা যাবে বিন্দিয়াকে। নবাগত এই নায়িকা অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফের বিপরীতে।পরিচালক জানালেন, ‘নতুন হলে বিন্দিয়া বেশ মেধাবী। তার অভিনয় ও মারুফের সঙ্গে ওর কেমিস্ট্রি ভালো লাগবে দর্শকের।’এদিকে নিজের প্রথম ছবি নিয়ে বিন্দিয়া বলেন, ‘এটা আমার জন্য সৌভাগ্য যে আমি কাজী হায়াৎ আঙ্কেলের গল্প নিয়ে নির্মিত ছবিতে কাজ করতে পেরেছি। আর প্রথম ছবিতে রকিব ভাইয়ার মতো পরিচালকের পরিচালনায় মারুফ ভাইয়ার সঙ্গে জুটি বাঁধতে পেরেছি। আমি চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজ করতে। কেমন করেছি সেটা বিচার করবেন দর্শক। আশা করি কেউ নিরাশ হবেন না।’পরিচালক আরো জানালেন, কাজী হায়াৎ চলচ্চিত্রের ব্যানারে খুব শিগগিরই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। প্রসঙ্গত, বিন্দিয়া জি সরকারে ‘জান’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করেন। প্রথম ছবিতেই তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। ভালো অভিনয় আর সদাচরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে গুণী পরিচালকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। বর্তমানে উত্তম আকাশের ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’, বজলুর রাশেদ চৌধুরীর ‘বদলা নেবো বাসর ঘরে’, জি সরকারের ‘লাভ ২০১৬’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিন্দিয়া।এলএ/আরআইপি