বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রথমবারের মতো অডিও অ্যালবাম বাজারে আনছে জিসান মাল্টিমিডিয়া। এ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ৩টি অডিও অ্যালবামের গান ডিজিটালি প্রকাশিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন এর কর্ণধার গীতিকবি ও নাট্য পরিচালক জিয়াউদ্দিন আলম। তিনি বলেন, আসছে ভালোবাসা দিবসে শাহরিয়ার বাঁধনের দ্বিতীয় একক অ্যালবাম ‘বাঁধন’, মিক্সড অ্যালবাম ‘গল্প কথা’ এবং রেজয়ান শেখ ফিচারিং মিক্সড অ্যালবাম ‘তোমার আলোয়’ প্রকাশ করবে জিসান মাল্টিমিডিয়া। তারমধ্যে ‘বাঁধন’ অ্যালবামে গান লিখেছেন জনি হক, লিমন আহমেদ, স্নেহাশীষ ঘোষ, রকিব হোসেন, আশিক বন্ধু, এন আই বুলবুল, ফিদেল নাঈম ও মামুন আফনান রুমি। সুর করেছেন তৌসিফ আহমেদ, অয়ন চাকলাদার, মাহমুদ মিলন, রেজয়ান শেখ, সাজেদুর শাহেদ ও ফিদেল। অন্যদিকে ‘গল্প কথা’ অ্যালবামটি ১০টি গান নিয়ে সাজানো হয়েছে। এতে কন্ঠ দিয়েছেন সৈয়দ শহীদ, বেলাল খান, তানভীর শাহিন, লিজা,শাহরিয়ার রাফাত, প্রত্যয় খান, রাফি মাহমুদ, এসডি সাগর, ইয়াসমিন লাবন্য, হাসনাত তুশার ও তৌরি। অ্যালবামে একটি গান লিখেছেন স্নেহাশীষ ঘোষ একটি লিখেছেন ফিদেল নাইম, বাকি ৮টি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম।অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, প্রত্যয় খান, রেজয়ান শেখ ও রাফাত। রেজয়ান শেখ ফিচারিং মিক্সড অ্যালবাম ‘তোমার আলোয়’ ১০টি গান নিয়ে সাজানো হয়েছে। গান গেয়েছেন লুৎফর হাসান, ইলিয়াস হোসেন, সুজন আরিফ, নির্ঝর, অরিন, ইয়াসমিন লাবন্য, প্রিন্স মামুন, মেহের খান সৈয়দ রনি, নাহিদ হোসেন ও শ্রেয়শী। অ্যালবামে গান লিখেছেন জিয়াউদ্দিন আলম, তারেক আনন্দ, সজিব শাহরিয়ার, রাকিব হাসান রহুল, আহমেদ কাওসার, মেহের খান, মিজানুর রহমান, গিয়াস সানী।এলএ/এবিএস