দেশজুড়ে

সাতক্ষীরায় দায়ের কোপে বড় ভাই নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে শেখ লোকমান হোসেন (৫৬) নামের এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আপন ভাই।

রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মাহমুদপুর গ্রামে আকবর আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন মাহমুদপুর গ্রামের শেখ মুনসুর আলীর বড় ছেলে।

নিহতের স্ত্রী রমেছা বেগম বলেন, ‘আমার স্বামীর সঙ্গে শ্বশুরের ভালো সম্পর্ক থাকায় ঈর্ষার চোখে দেখত দেবর মোশাররফ। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় আমার স্বামী সম্পর্কে আজে-বাজে কথা ছড়াতেন। শ্বশুর এ নিয়ে দেবরকে বকা দেয়। এর জের ধরে সে আমার স্বামীকে হত্যা করেছে।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ মোর্শোদ জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস