খেলাধুলা

দর্শকদের উৎসাহে মন ভরেছে মিরাজদের

সাম্প্রতিক সময়ের দারুণ পারফরমেন্সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে এবার অনেক বড় স্বপ্ন দেখেছিল বাংলাদেশের লাখো ক্রিকেটপ্রেমী। তবে ফাইনালে খেলতে না পারলেও আইসিসি আয়োজিত টুর্নামেন্টে প্রথমবার তৃতীয় হতে পেরেছে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে হারার পর দেশবাসী তাদের পাশে থাকায় দারুণ কৃতজ্ঞ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। বিশেষ করে ছোট বড় না দেখে বাংলাদেশের দল হিসেবে সমর্থন পাওয়ায় অভিভূত অধিনায়ক।শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘আমাদের দেশের মানুষ খুবই ভালো। তারা ভালোও আবার পাগলও। ক্রিকেট পাগল। তারা আমাদের অনেক সাপোর্ট করছে। আমাদের দল কৃতজ্ঞ। আমাদেরকে ছোট করে দেখে নাই তারা। চিন্তা করছে বাংলাদেশের খেলা। আমাদের দেশ ও আমাদের ছেলেরা খেলছে।’মিরপুরের মাঠে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে যাওয়ার পর দর্শকদের সহয়তা পাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা মিরপুরে যখন হেরে যাই দর্শকরা আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছিল। তারা বলছে যে কিছু হয়নি। আমরা অনেক কিছু পাইছি। আমরা কখনো সেমিফাইনাল খেলিনি। তোমরা আমাদেরকে সেমিফাইনালে নিয়ে গেছ। সামনের প্রজন্ম আমাদেরকে ফাইনাল খেলাবে, চ্যাম্পিয়ন করাবে। এটা খুব ভালো লাগছে। আমাদের হারার পরও তাদের যে উৎসাহ পেয়েছি তাতে মন ভরে গেছে। মনও ভালো হয়ে গেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’আরটি/আইএইচএস/আরআইপি