সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘৫ম সিঙ্গাপুর এয়ার শো’তে অংশ নিতে সাতদিনের সফরে সিঙ্গাপুর গেলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। শনিবার দুই সফরসঙ্গীসহ সরকারি এই সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এয়ার শো’তে প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপেসহ অংশগ্রহণকারী বিভিন্ন এয়ারস্পেস টেকনোলজি অ্যান্ড ইঞ্জিরিয়ারিং কোম্পানির প্যাভেলিয়ন পরিদর্শন করবেন বিমান বাহিনী প্রধান। এসময় বাংলাদেশ ও সিঙ্গাপুরের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিমান বাহিনীতে নতুন বিমান ও প্রযুক্তি অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।আগামী ২১ ফেব্রুয়ারি বিমান বাহিনী প্রধান দেশে ফিরে আসবেন বলে জানায় আইএসপিআর। এআর/একে/আরআইপি