দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

গাজীপুরের কালীগঞ্জ টঙ্গী সড়কে অজ্ঞাত (৩২) এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার (২ নভেম্বর) সকালে ওই সড়কের শিমুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে আশপাশের লোকজন নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি।

কালীগঞ্জ থানার পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুর্ঘটনা কবলিত একটি সিএনজিচালিত অটোরিকশার ভেতরে চালককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এ সময় তার মাথার মগজ বের হয়েছিল। স্থানীয়দের ধারণা অজ্ঞাত কোনো গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে।

আব্দুর রহমান আরমান/জেএস/জেআইএম