দেশজুড়ে

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ

চাকরির বয়স সীমা ৩৫ বছর করার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে দাবি বাস্তবায়ন কমিটি কুষ্টিয়া জেলা টিমের উদ্যোগে প্রায় ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন কয়েকশত চাকরি প্রত্যাশীরা।

পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুজ্জামান রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে একে আজাদ পাপুল, নাজমুল হোসাইন, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে চাকরি প্রত্যাশীরা বলেন, ২০১৮ সালের বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির অঙ্গীকার করা হয়। কিন্তু বর্তমান সরকারের প্রায় চার বছর পেরিয়ে আরও একটি নির্বাচন আসন্ন হলেও অঙ্গীকার বাস্তবায়ন করা হয়নি।

২২ সেপ্টেম্বর তড়িঘড়ি করে জন প্রশাসন মন্ত্রণালয় ২০২১ সালের ন্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা দেয় ২৫ মার্চ ২০২০ তারিখের মধ্যে যাদের বয়স ৩০ পার হয়নি এমন বয়সীদের ৩০ জুন ২০২৩ সাল পর্যন্ত সুযোগ দেওয়া হবে। এ প্রক্রিয়ায় কেউ কেউ সুযোগ পাবে ৩৩ বছর ৩ মাস আবার অনেকে পাবে ৩০ বছর। যা সুযোগের সমতাকে লঙ্ঘন করে।

ফলে এ প্রক্রিয়ায় বর্তমানে যে সব চাকরি প্রত্যাশীদের বয়স ২৭, ২৮ ও ২৯ বছর তারা চরম বৈষম্যের শিকার হবেন। এ অবস্থায় চাকরির বয়স সীমা ৩৫ বছরে উন্নীত করলে সবাই উপকৃত হবেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে চাকরির বয়সসীমা নূন্যতম ৩৫ করার দাবি জানান।

আল-মামুন সাগর/জেএস/এমএস