লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হুদা লিমন। তিনি বর্তমানে জেলা ছাত্রদল সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বাবা মো. হাবিবুর রহমান হবির মৃত্যুতে ওই আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচন হয়।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। ভোট গণনা শেষে বেসরকারিভাবে নাজমুলকে বিজয়ী ঘোষণা করেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকতা মনজুরুল হাসান।
জানা গেছে, সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হবির মৃত্যুতে ওই পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ২ নভেম্বর উপ-নিবাচন অনুষ্ঠিত হয়। প্রয়াত চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুদা লিমন নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে ঘোড়া প্রতীকে ৮ হাজার ৯৫২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল হক মিঠু নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭০০ ভোট।
উপ-নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বর্তমানে লালমনিরহাট জেলা ছাত্রদলের দায়িত্ব পালন করছেন।
এদিকে ছাত্রদল নেতার চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার খবরে জেলার কয়েকটি স্থানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।
রবিউল হাসান/এমকেআর/এমএস