সবাইকে অনেকটা বিস্ময় উপহার দিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বিতর্কিত মানকাড আউটে নকআউটে জিম্বাবুয়েকে হারানোর পর থেকেই দুর্দান্ত ক্যারিবীয় যুবারা। আর ফাইনালে তো অনেকটা কাঁপিয়ে দিয়েছে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপটাকে। ২০ ওভারে ৬৩ রান তুলতেই হারিয়েছে প্রথম সারির ৫ উইকেট। যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নির্ধারণই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পান্থকে (১) হারিয়ে চাপে পরে ভারত। দলীয় ৮ রানে আনমলপ্রিত সিং (৩) বিদায় নিলে চাপ আরও বেড়ে যায়। ইশান কিশান (৪) আরমান জাফর (৫) আর ওয়াশিংটন সুন্দুর (৭) রানে বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত।তবে একপ্রান্ত ধরে খেলছে দলের সবচেয়ে বড় তারকা সফরাজ খান। ১৯ রান নিয়ে ব্যাট করছে ডানহাতি এই ব্যাটসম্যান। এদিকা ভারত যুব বিশ্বকাপের তিনবারের চ্যাম্পিয়ন। রেকর্ড সর্বোচ্চ চারবারের শিরোপার লক্ষ্যে মাঠে নেমেছে। পুরো টুর্নামেন্টে ভারতের সামনে দাঁড়াতে পারেনি কোনও দল। ফাইনালেও নিজেদের সেরাটাই দিতে চাইছে পুরো দল। এদিকে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে প্রত্যাশার চাপ ঝেরে ফেলার চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে ফেবারিট মানলেও তাদের নিয়ে ততটা উদ্বিগ্ন নয় তারা। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেটমেয়ার বলেন, ভারত শক্তিশালী দল, সন্দেহ নেই। তবে একদিন আগে আমরা বাংলাদেশের সঙ্গে খেলেছি এবং তাদেরকে হারিয়েছি। ভারতের বিপক্ষে আমরা মাঠে নামব এবং নিজেদের সেরা ক্রিকেট খেলব। আশা করছি, আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারব।এমআর/আরআইপি