ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছেনা ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকায় সেরা চারে থাকার লড়াইয়ে বড় ধরনের ধাক্কাই খেল ম্যানচেস্টার ইউনাইটেড।ম্যাচের শুরু থেকেই অধিকাংশ সময় বল দখলে রাখলেও উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারছিল না ইউনাইটেড। উল্টো ম্যাচের তৃতীয় মিনিটেই ধাক্কা খায় ম্যান ইউ। গোলপোস্ট থেকে অনেকখানি দূর থেকে ফ্রি কিকে গোল করে সান্ডারল্যান্ডকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার ওয়াহবি খাজরির। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যান ইউ। অবশেষে ৩৯ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান অন্তনি মার্সিয়াল। ফলে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক সান্ডারল্যান্ড। ম্যাচের ৫৫ মিনিটেফের এগিয়ে যেতে পারতো সান্ডারল্যান্ড; কিন্তু ডিফোর ফ্লিক শেষ মুহূর্তে ঠেকিয়ে দেন ডিফেন্ডার ডালে ব্লিন্ড। খানিক বাদেই স্বাগতিকদের আরেকটি দারুণ আক্রমণ ঠেকান ডি গিয়া। তবে ৮২ মিনিটে তার ভুলেই গোল খেয়ে বসে ম্যান ইউ। আর এ গোলেই হার নিশ্চিত হয় ম্যান ইউয়ের।এমআর/আরআইপি