ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে ভোটগ্রহণ। তবে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিত দেখা যায়নি। কিছু কিছু দু-একজন এসে নির্বিঘ্নে ভোট দিয়ে চলে আসছেন।
সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটারের দেখা পাওয়া যায়নি। অল সময় পার করছেন ভোট সংশ্লিষ্টরা। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জীবাংশু দাস জাগো নিউজকে বলেন, সকাল থেকেই ভোটারদের সংখ্যা কম। বেলা বাড়লে ভোটারের সংখ্যা বাড়তে পারে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ কেন্দ্রে মোট ১৩৪ জন ভোটার ভোট দেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ৬৯ হাজার ৫৩ জন এবং নারী ৬৩ হাজার ৪০৭ জন। নির্বাচনে প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে আছেন দুজন।
তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া (বটগাছ)।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম