ভোলায় একটি মালবাহী ট্রলির চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত অজুফা বেগম (৪০) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিম শিকদারের স্ত্রী।
রোববার (৬ নভেম্বর) সকালে ভোলার ভেদুরিয়ার ১২ তারিখ নামক এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে অজুফা বেগম বাড়ির কাছ থেকে অটোরিকশায় করে ভোলা শহরে যাচ্ছিলেন। ১২ তারিখ নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ওই নারী ছিটকে নিচে পড়ে যায়। পরে ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলির ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।
জুয়েল সাহা বিকাশ/জেএস/এমএস