দেশজুড়ে

বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

নোয়াখালীতে কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মো. শহীদ উল্লাহ মাঝি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহীদ উল্লাহ মাঝি ওই গ্রামের মুসলিম মাস্টারের পুরাতন বাড়ির মৃত আমিন উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজের উদ্দেশে বাড়ির পেছনের জমিতে যান শহীদ উল্লাহ। সেখানে খোলা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে যান তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/জেএস/জেআইএম