বিনোদন

এহ্সান কবিরের আজ ভালোবাসার দিন

বিশ্ব ভালোবাসা দিবসে সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী এহ্সান কবির শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন ‘আজ ভালোবাসার দিন’ শিরোনামের একটি গান। গানটির কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক তমাল হাসান।গানটি প্রসঙ্গে এহ্সান কবির বলেন, ‘গানটি আপাতত শ্রোতাদের জন্য ইউটিউবে প্রকাশ করা হবে। সময়ের স্বল্পতার কারণে গানটির মিউজিক ভিডিও আপাতত নির্মাণ না করা হলেও খুব শিগগিরই মিউজিক ভিডিওর কাজ শুরু হবে।’শিল্পী আরো বলেন, ‘চমৎকার কথা ও সুরের মিশ্রনে গানটি তৈরি করেছি। ভালোবাসা দিবসে একজন প্রেমিক তার ভালবাসার বন্ধনকে আরও দৃঢ় করার যে আকুতি ও সংকল্প তাই এ গানে ফুটে উঠবে। আশা করি গানোটি সকলের কাছে ভালো লাগবে।’উল্লেখ্য, গতবছর ১৩ই জুলাই শিল্পী এহ্সান কবিরের প্রথম একক অ্যালবাম ‘যাক না হারিয়ে’ প্রকাশিত হয়। সে অ্যালবামের কয়েকটি গান শ্রোটাদের কাছে জনপ্রিয়তা লাভ করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এবং পরবর্তীতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রীধারী শিল্পী এহ্সান কবির বর্তমানে ওস্তাদ সঞ্জীব দে’র তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সংগীতের তালিম নিচ্ছেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা হিসেবে নিযুক্ত আছেন।এনই/এলএ/এবিএস