দেশজুড়ে

অটোরিকশা চালিয়ে বাবার চিকিৎসা করাতে গিয়ে না ফেরার দেশে কলেজছাত্র

অসুস্থ বাবার চিকিৎসা খরচ মেটাতে কয়েকদিন ধরে অটোরিকশা চালাচ্ছিলেন কলেজছাত্র মো. হোসেন (১৮)। তবে বাবাকে আর সুস্থ অবস্থায় দেখে যাওয়া হলো না তার। সড়ক দুর্ঘটনায় নিজেই এখন না ফেরার দেশে এই তরুণ।

নিহত মো. হোসেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তিনি ভোলার শহরের ওবায়দুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় অটোরিকশায় থাকা মো. রাসেল নামের এক যাত্রী আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, হোসেনের বাবা আবুল কালাম দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবার চিকিৎসার টাকা জোগাতে হোসেন বেশ কয়েক দিন ধরে অটোরিকশা চালাচ্ছিলেন। প্রতিদিনের মতো সোমবারও তিনি অটোরিকশা নিয়ে রাস্তায় বের হন। সকালের দিকে ভোলার পরানগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে শহরে আসছিলেন।

পথে দ্রুতগামী একটি মাহিন্দ্রা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাসহ হোসেন রাস্তার পাশে পুকুরে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম