কর্মচারী ইউনিয়নের আন্দোলনের মুখে বাংলালিংকের প্রধান কার্যালয়ে রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। এক কর্মকর্তার চাকরিচ্যুতিকে সৃষ্ট অসন্তোষের কারণে আন্দোলনের মুখে বাংলালিংকের গুলশানের প্রধান কার্যালয় এবং ঢাকার বাইরের সব আঞ্চলিক কার্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার বেলা ২টায় এই ছুটি ঘোষণা করা হয়। বাংলালিংকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আংকিত সুরেকা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কার্যালয়ে ছুটি ঘোষণা করা হলেও গ্রাহকসেবা কেন্দ্র ও কলসেন্টারগুলো খোলা থাকবে। বাংলালিংকের প্রধান কার্যালয়ের একজন কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে সম্প্রতি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ নিয়ে প্রতিষ্ঠানে কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি সামাল দিতে তাই রোববার দুপুরের পর এই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।একে/এবিএস