আইন-আদালত

ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের অর্থদণ্ডের রায় স্থগিত

অর্থপাচার, আত্মসাৎ এবং সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে দেওয়া অর্থদণ্ডের রায় স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মোহাম্মদ হোসেনের করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মোহাম্মদ হোসেনের পক্ষে করা আপিল আবেদনে জামিনের জন্য আর্জি জানানো হয়। একই সঙ্গে খালাস চেয়েও আপিল করেন তিনি।

মোহাম্মদ হোসেনের আপিলের বিষয়টি সোমবার (৭ নভেম্বর) গণমাধ্যমকে জানান দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আরও পড়ুন: ডেসটিনির রফিকুলের ১২, হারুনের ৪ বছরের কারাদণ্ড

এর আগে গত ১২ মে দুদকের দায়ের করা মামলায় মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া তাকে ১ কোটি ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।

ওইদিনই ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

এফএইচ/ইএ/জিকেএস