কক্সবাজারে ডীপলেড ফার্মাকো লিমিটেডের ১৫তম বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীপলেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাবিবুর রহমান নান্নু। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে শিগগিরই ওষুধ রফতানিকরণের প্রক্রিয়া চলছে।ডীপলেড ফার্মাকো লিমিটেডের সার্বিক সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশের জনগণকে কিভাবে আরো মানসম্মত সেবা প্রদান করা যায় এই বিষয়ে প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা ও মাঠ কর্মীদের নিয়ে সম্প্রতি এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের হেড অব সেল্স অ্যান্ড মার্কেটিং এইচ এম সাইফুল্লার সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিরেক্টর অ্যাডমিন লায়ন শাহেনা রহমান, ডিরেক্টর টেকনিক্যাল আব্দুল লতিফ হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য, ডীপলেড ফার্মাকো লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহৎ ন্যাচারাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এক যুগেরও বেশি সময় ধরে মানবসেবায় অবদান রাখা এ প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানসম্পন্ন হোমিও, ইউনানী এবং হারবাল ওষুধ প্রস্তুত ও বিপণনে নিয়োজিত। একে/এবিএস