দেশজুড়ে

‘গরিবের সুপার শপে’ ১০ টাকায় ব্যাগভর্তি বাজার

তিন টাকায় তেল, দুই টাকায় চিনি, এক টাকায় চাল, চার টাকায় মুরগি, দুই টাকায় ডাল ও এক টাকায় ১০টি ডিম মিলছে খাগড়াছড়ির গুইমারায় ‘গরিবের সুপার শপে’। ব্যতিক্রমী এ সুপার শপে ১০ টাকায় মিলছে ব্যাগভর্তি বাজার।

সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে গুইমারা সরকারি কলেজ মাঠে ‘গরিবের সুপার শপে’ ১০ টাকায় প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্নআয়ের মানুষ।

শুধু তাই নয়, প্রান্তিক জনগোষ্ঠীর কুটির শিল্প সমাহার নিয়ে বসেছে ‘সম্প্রীতি বিপণি’ ও ডাক্তারি পরামর্শ ও ওষুধ নিয়ে ছিল ফ্রি ‘মেডিকেল ক্যাম্প’।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে পাহাড়ে প্রান্তিক মানুষের মাঝে দিনব্যাপী এ মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর প্রশংসা করে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সেনাবাহিনী পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও দুর্গম জনপদে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করেছে। তারা শুধু দেশের সার্বভৌম রক্ষার কাজে নিজেদের নিয়োজিত না রেখে মানবিক কাজেও নিজেদের যুক্ত করেছেন। একদিনের এ আয়োজনে এক টাকায় এক কেজি চাল, চার টাকায় মুরগি, দুই টাকায় ডাল, এক টাকায় ১০টি ডিমসহ মাত্র ১০ টাকায় ব্যাগভর্তি বাজার করার সুযোগ পান প্রান্তিক জনগোষ্ঠীর ৩০০ জন। বিনামূল্যে ডাক্তারি পরামর্শ ও ওষুধ পেয়েছে ৩০০ জন। অন্যদিকে ‘সম্প্রীতি বিপণি’ থেকে পোশাক ও জুতা কেনার সুযোগ পেয়েছেন ৫০ জন।

গরিবের সুপার শপের ক্রেতা পারভীন বেগম জাগো নিউজকে বলেন, ‘বেশি দামের কারণে বাজার থেকে জিনিসপত্র কেনা অসম্ভব। সবকিছু কিনতে পারি না। এখান থেকে অল্প দামে অনেক কিছুই কিনেছি।’

রিপ্রুচাই মারমা বলেন, ‘সুপার শপে আমরা কেনাকাটা করেছি। ভালো লেগেছে, সবকিছু কম দামে পেয়েছি।’

১০ টাকায় মুরগি-জুতাসহ ব্যাগভর্তি পণ্য কিনতে পেরে খুশি আনেউ মারমা বলেন, ‘এত কম দামে বাজারে এসব পাওয়া যায় না।’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, ‘পাহাড়ে নিম্নআয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে আমরা নানা কার্যক্রম হাতে নিয়ে থাকি। তারই অংশ হিসেবে গুইমারা রিজিয়নের আওতাধীন ৬৫০ পরিবারের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।’

পাহাড়ে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন বলেন, নিম্নআয়ের মানুষের সখ থাকলেও সাধ্য নেই। তাই তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এ আয়োজন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম