চিহ্নিত মাদকাসক্ত এবং সরকারবিরোধীদের নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করার খবরে সড়কে বিক্ষোভ করছেন নেতাকর্মীদের একাংশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বাউফল আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার রাতেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগ নেতা কর্মীরা। পরে তারা গেট সংলগ্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
পদ প্রত্যাশী ছাত্রলীগকর্মী নাঈম বলেন, ‘ক্যাম্পাসের চিহ্নিত চাঁদাবাজ, মাদক সেবী ও সরকারবিরোধী কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের সমন্বয়ে কমিটি চূড়ান্ত হওয়ার খবর জানা গেছে। শেষ সময় মোটা অঙ্কের টাকার বিনিময়ে শীর্ষ অপরাধীদের দিয়ে কমিটি করার পাঁয়তারা চালানো হচ্ছে।’
মিছিলে আরও উপস্থিত আছেন- ছাত্রলীগ নেতা মহসিন, সাইফ, রোমিও, হাসান, রুবেল, শাওন, রেজওয়ান হিমেলসহ আরও অনেকে।
এ বিষয়ে জানতে পটুয়াখালী দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামের মোবাইল নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি।
তবে পবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু জাগো নিউজকে বলেন, ছাত্র রাজনীতি নিয়ে তারা বিক্ষোভ করছে৷ এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো বিষয় নেই। এর পরও আমরা বিষয়টি অবজার্ভ করছি। ছাত্ররা নিয়ন্ত্রণের মধ্যে আছে।
আব্দুস সালাম আরিফ/এসজে/এমএস