শরীয়তপুরের পদ্মা-মেঘনায় ধরা পড়ছে বড় আকারের পাঙাশ। নিষেধাজ্ঞার পর ইলিশের পাশাপাশি পাঙাশ মেলায় খুশি জেলেরা। দামও ভালো পাচ্ছেন তারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞা শেষে কয়েকদিন ধরে নদীতে পুরো দমে চলছে মাছ ধরা। এ সময়ে শরীয়তপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা পরলেও এ বছরের পাঙাশ ধরা পড়ছে। বড় আকারের পাঙাশ ধরা পড়ায় জেলদের মুখে হাসি ফুটছে।
জেলেরা জানায়, পাঁচ কেজির বেশি ওজনের পাঙাশ সাড়ে ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দশ কেজির বেশি ওজনের পাঙাশ বিক্রি হচ্ছে সাড়ে ৬০০-৭০০ টাকায়।
হারুন অর রশিদ নামের এক জেলে জানান, এ সময় নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পাওয়া যেতো। কিন্তু এবার ইলিশ কম ধরা পড়ছে। তবে প্রচুর পরিমাণে বড় আকারের পাঙাশ ধরা পরছে।
মো. শাহ জালাল নামের এক আড়ৎদার জানান, এ বছর নদীতে পাঙাশ বেশি ধরা পড়ছে। ভোর হলেই বাজার পাঙাশ মাছে ভরে যাচ্ছে। জেলেদের কাছ থেকে পাঙাশ কিনছি আমরা।
নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন মৃধা জানান, মা ইলিশ সংরক্ষণ আমরা সফলভাবে সম্পন্ন করেছি। অভিযানের পর থেকে নদীতে প্রচুর পাঙাশ ধরা পড়ছে।
মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস