কক্সবাজারের চকরিয়ায় হাইড্রোলিক হর্ন ব্যবহার রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। বুধবার (৯ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া মাতামুহুরি ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টির দায়ে ছয়টি বাস ও একটি পণ্যবাহী ভ্যান চালকের কাছ থেকে সাত হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামানের নেতৃত্বে অভিযানে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম জানান, শব্দ দূষণের অন্যতম কারণ যানবাহনে উচ্চ মাত্রায় হাইড্রোলিক হর্ন ব্যবহার। এটির ব্যবহার নিষিদ্ধ হলেও চালকরা এ হর্ন ব্যবহার করছেন। উচ্চ শব্দে মানুষের শ্রবণ শক্তি কমে যাওয়াসহ নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস