জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘কোয়ালিটি অ্যাসিওরেন্স মেকানিসম ইন ইউনিভার্সিটিস’ শীর্ষক হেকেপ প্রকল্পের আওতায় ‘সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স’ শিরোনামের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুজ্জামানারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।এছাড়াও বিজ্ঞান অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আলী নূর, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cells (IQAC)-এর পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ ওয়ার্কসপে অংশগ্রহণ করেন।সুব্রত মণ্ডল/বিএ