ক্যাম্পাস

জবিতে ‘সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স’ সেমিনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘কোয়ালিটি অ্যাসিওরেন্স মেকানিসম ইন ইউনিভার্সিটিস’ শীর্ষক হেকেপ প্রকল্পের আওতায় ‘সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স’ শিরোনামের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুজ্জামানারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।এছাড়াও বিজ্ঞান অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আলী নূর, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cells (IQAC)-এর পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ ওয়ার্কসপে অংশগ্রহণ করেন।সুব্রত মণ্ডল/বিএ