দেশজুড়ে

অসদুপায় অবলম্বন করায় শিক্ষার্থী বহিষ্কার

ভোলায় এইচএসসি কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মো. নাহিয়ান নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোলার লালমোহন উপজেলার করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আল নোমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, লালমোহন উপজেলার করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে এক পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের হাতে ধরা পরে। পরে তাকে কেন্দ্র সচিবের মাধ্যমে বহিষ্কার করা হয়।

জুয়েল সাহা বিকাশ/জেএস/এএসএম