ভোলায় এইচএসসি কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মো. নাহিয়ান নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোলার লালমোহন উপজেলার করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আল নোমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, লালমোহন উপজেলার করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে এক পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের হাতে ধরা পরে। পরে তাকে কেন্দ্র সচিবের মাধ্যমে বহিষ্কার করা হয়।
জুয়েল সাহা বিকাশ/জেএস/এএসএম