দেশজুড়ে

দিনভর ভোগান্তি, সন্ধ্যায় অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

সিলেট জেলাসহ নগরজুড়ে দিনভর মানুষের ভোগান্তির পর সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকারিয়াসহ পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।বৈঠকে জেলা প্রশাসক জয়নাল আবেদীন দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকারিয়া হোসেন।‘পুলিশি হয়রানির` প্রতিবাদে গত শনিবার রাতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয় জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।ধর্মঘটের কারণে নগরীতে সারাদিন কোনো অটোরিকশা চলাচল করেনি। নগরীর বিভিন্ন প্রবেশমুখে অটোরিকশা শ্রমিকরা অবস্থান নিয়ে বাইরে থেকে আসা অটোরিকশা নগরীতে প্রবেশে বাধা দেয়। রোগীবহনকারী অটোরিকশাও আটকে দেন তারা। শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েন সাধারণ মানুষ।অপরদিকে অটোরকিশা ধর্মঘটের দোহাই দিয়ে রিকশাসহ অন্য পরিবহন ভাড়া বাড়িয়ে দেয়। তাতে আরো দুর্ভোগ বাড়ে যাত্রীদের।ছামির মাহমুদ/বিএ