দেশজুড়ে

ফরিদপুরে দুই হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার

ফরিপুরের ভাঙ্গা উপজেলার আলোচিত নবীন মাতুব্বর (১৫) নামের এক কিশোর হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামি ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর গ্রামের নাজির শেখ (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত অন্য তিন আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে ফরিদপুর র‍্যাব-৮ সদস্যরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ফরিদপুর র‍্যাব-৮ ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পৃথক দুটি হত্যা মামলার ছয় আসামিকে গ্রেফতারের বিষয়টি জানানো হয় । ঢাকাসহ পৃথক জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব-৮ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।

গ্রেফতাররা হলেন, কিশোর নবীন মাতুব্বর হত্যা মামলার আসামি ভাঙ্গা উপজেলার হাই মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৫), শাহা হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার (৩০) এবং মৃত হাই মাতুব্বরের ছেলে ফেলা মাতুব্বর (৪৮)। এই তিনজনকে ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে নাজির শেখ হত্যা মামলার আসামি মৃত তারা দেওয়ানের ছেলে মো. রোকন দেওয়ান (৪৫), মো. রোকন দেওয়ানের ছেলে জসিম দেওয়ান (২৮) ও মো. সজিব দেওয়ানকে (২২) ঢাকা জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, এ দুটি হত্যাকাণ্ডই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে ফরিদপুর র‍্যাব-৮ ক্যাম্প আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি জানান, আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমকেআর/জিকেএস