দেশজুড়ে

‘ঢাকায় রোগী আছে, এখন প্লেনে করে আমাকে নিয়ে যাক’

‘আমার তো জরুরি দরকার। ঢাকায় আমার রোগী আছে। ঘাট পর্যন্ত যেতে পারছি না। বাস ধর্মঘটের নামে মশকরা হচ্ছে। এখন সরকার আমাকে এখান থেকে প্লেনে ঢাকায় নিয়ে যাক।’

শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী মুরগি ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় বাস না পেয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন আব্দুল হালিম নামের এক ব্যক্তি।

তিনি বলেন, ‘সকালে এসে শুনছি বাস চলাচল বন্ধ। কিন্তু ঢাকায় যাওয়ার জন্য এসেছি সেই বালিয়াকান্দি থেকে। বিএনপি সমাবেশ করছে করুক, তাদের জন্য ধর্মঘট ডাকতে হবে কেন? ভোটার হওয়ার পর থেকে আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেই নাই। কিন্তু পদে পদে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।’

সকাল থেকে মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রাজবাড়ীতে চলছে দুদিনের বাস ধর্মঘট। ফলে জেলা থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এমনকি আসছে না। তবে সড়কে ট্রাকসহ ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশাসহ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে। বাস চলাচল বন্ধ থাকায় হালিমের মতো ঢাকা, ফরিদপুর ও কুষ্টিয়া রুটে চলাচলকারী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে তিন চাকার যানে ভেঙে ভেঙে যাচ্ছেন গন্তব্যে।

এদিকে ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। নেতাকর্মীদের দাবি, সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরসহ আশপাশ জেলায় বাস চলাচল বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা।

যাত্রীরাও বলছেন, সড়কে অবৈধ যান চলাচলের কারণে না ধর্মঘটের কথা বলা হচ্ছে। অথচ বাস বন্ধ থাকায় মহাসড়কে তিন চাকার যানের দাপট বেড়েছে। সুযোগে যাত্রীদের অতিরিক্ত ভাড়াও আদায় করছে। আসলে ১২ নভেম্বর ফরিদপুর বিএনপির বিভাগীয় গণসমাবেশের কারণে এ ধর্মঘট ডাকা হয়েছে। বাস না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এখন জরুরি প্রয়োজনে বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে। সবারই দেশ ও জনগণের কথা ভাবা উচিত। এছাড়া ফরিদপুরে সমাবেশের কারণে রাজবাড়ীতে ধর্মঘট দেওয়া উচিত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন খাতের কয়েকজন বলেন, ‘শুধু শুধু বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে যেমন যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন, তেমনি পরিবহন আমাদের আয়ও বন্ধ আছে। কারণ বর্তমানে সব কিছুর অতিরিক্ত দাম। একদিন বসে থাকলে সংসার চলে না।’

তবে জেলা বাস মালিক সমিতির সাধারণত সম্পাদক মুরাদ হাসান জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ যানবাহন চলছে। এসব যানবাহনের কারণে ঘটছে নানা দুর্ঘটনা। এসব অবৈধ যানবাহন বন্ধের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে।

রুবেলুর রহমান/এসজে/এমএস