দেশজুড়ে

স্ত্রীর অধিকার পেতে সন্তান নিয়ে যুবকের বাড়িতে অনশন

শরীয়তপুরের গোসাইরহাটে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে যুবকের বাড়িতে অনশন করছেন এক নারী। শুক্রবার (১১ নভেম্বর) ভোর থেকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পূর্বেরচর গ্রামের হৃদয় শিকদারের বাড়িতে অবস্থান নেন তিনি।

খবর পেয়ে হৃদয় শিকদার পালিয়ে গেছেন। তবে দুপুর ১টার পর হৃদয়ের স্বজনরা তাকে তাড়িয়ে দিলে প্রতিবেশী স্থানীয় সাবেক মেম্বার বজলু শিকদারের বাড়িতে অবস্থান নেন তিনি।

ওই নারী জানান জানান, হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ২০২০ সালে হৃদয় শিকদারের সঙ্গে ঢাকায় বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক বছরের মেয়ে রয়েছে। বিয়ের পর তারা ঢাকার কুড়িল বস্তি এলাকায় ভাড়ায় বেশ কিছুদিন বসবাস করেন।

গত জানুয়ারি মাসে হৃদয় তাকে না বলে চলে আসেন। মোবাইল ফোনে যোগাযোগ করলে খারাপ ব্যবহার করেন ও বিভিন্ন ধরনের হুমকি দেন। তাই কোনো উপায় না দেখে স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোনো অভিযোগও করেননি।

মো. ছগির হোসেন/আরএইচ/এমএস