প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন এনেছে সুপ্রিম কোট প্রশাসন।
Advertisement
রোববার (১৩ নভেম্বর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালত।
আপিল বিভাগপ্রধান বিচারপতির নির্দেশে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম চলবে। শনিবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাইকোর্টের সময়সূচিরোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত হাইকোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ নভেম্বর থেকে কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
Advertisement
অফিসের সময়সূচিসাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটি ব্যতিত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে।
অধস্তন আদালতরোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে। তবে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।
অফিসের সময়সূচিরোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। পরদিন সুপ্রিম কোর্ট প্রশাসনও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনে। তবে রোববার থেকে আর পরিবর্তিত সময়সূচি থাকছে না।
Advertisement
এফএইচ/এএএইচ/এমএস