দেশজুড়ে

সুনামগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিএডিসি মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক পৌর মেয়র মোশারফ মিয়ার নেতৃত্বে সম্মেলন শুরু হলে বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে এসে কেন্দ্রীয় নেতাদের ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা বসার চেয়ার হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন। পরে পুলিশ এসে তাদের মঞ্চে থেকে নামিয়ে নিয়ে যান।

এসময় মঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস