বিনোদন

ক্যাটরিনাকে ভুলতে নতুন প্রেমে রণবীর!

তারকাদের জীবনে প্রেম-ভালোবাসা হাওয়াই মিঠাইয়ের বিষয়। এই আছে এই নেই। যখন থাকে তখন মনে হয় রাধা-কানাই। আর একটু ঠুনকো আঘাত এলেই দুজন একেবারে বিপরীত মুখী। একে অপরকে ভুলতেও বেশি সময় নেন না। তেমনি করে বলিউড সুপারস্টার রণবীর কাপুরও চাইছেন তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ভুলে যেতে। আর সেজন্য নাকি তিনি নতুন প্রেমে মন দিয়েছেন। আর সেই প্রেম কোনো মানবীর জন্য নয়; স্রেফ একটি গাড়ি!জানা গেছে, বিয়ে করব কথা দিয়েও রণবীরকে ফেলে চলে গেছেন ক্যাট। তিনি নাকি ফিরছেন তারই সাবেক প্রেমিক সালমানের কোলে। এই শোকে মুহ্যমান কাপুর বাড়ির ছেলে। কিন্তু শোকে তো মুখ থুবড়ে পড়ে থাকলে চলবে না। তাই নিজেকে চাঙ্গা করে নিতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। তার জন্য কিনেছেন একটি নীল রেঞ্জ রোভার গাড়ি। বলা চলে বিরহে নিজেকে একটি গাড়ি গিফট করলেন তিনি।কয়েক মাস আগেই একটি সাদা অডি এ-এইট গাড়ি কিনেছিলেন রণবীর। আগে থেকেই তার কালেকশনে একটি লাল অডি এ-এইট, মার্সিডিজ বেঞ্জ জি সিক্সটি থ্রি এবং একটি রেঞ্জ রোভার ছিল। তবুও মুম্বাইতে এখন এই নতুন গাড়িটি নিয়ে ঘুরছেন তিনি। এমনিতে ‘কার লাভার’ রণবীর নতুন নতুন গাড়ি কিনতে পছন্দ করেন। কিন্তু তার এই নীল রেঞ্জ রোভার গাড়িটি কেনার কারণ হিসেবে অনেকেই ব্রেক-আপ জল্পনাকে সামনে আনছেন। বি-টাউনের একটা বড় অংশের মতে, বিরহের দুঃখ ভুলতেই নিজের জন্য এই বিলাসবহুল গাড়িটি কিনেছেন রণবীর।বেচারা! নারীর প্রেম ভুলতে গাড়ির প্রেমে মজলেন। এলএ