দেশজুড়ে

সুন্দরবন থেকেই শরীয়তপুরে এসেছে কুমিরটি: বন বিভাগ

শরীয়তপুরের গোসাইরহাটে মাছের ঘেরে উদ্ধার হওয়া কুমিরটি সুন্দরবন থেকেই এসেছে। এ কুমিরকে সুন্দরবনের করমজল রেয়ারিং সেন্টারে অবমুক্ত করা হবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (বনবিভাগ) পরিচালক মো. সানাউল্লাহ পাটোয়ারী এ কথা জানান ।

তিনি বলেন, যেহেতু কুমিরটি নোনা জলের। আবহাওয়া পরিবর্তনের কারণে সুন্দরবন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে চলে এসেছে। এছাড়া খাবারের কারণেও আসতে পারে। আমরা কুমিরটি খুলনার বনবিভাগের বয়রা রেস্কিউ সেন্টারে নিয়ে যাবো। সেখানে কুমিরটির চিকিৎসা দেবো। পরে সুন্দরবন করমজলে রেয়ারিং সেন্টারে কুমিরটি অবমুক্ত করবো।

সানাউল্লাহ পাটোয়ারী আরও বলেন, যেহেতু কোস্টার লাইনের সঙ্গে মেঘনা মোহনার নদীর সম্পৃক্ততা আছে, সে কারণেই কুমিরটি এখানে চলে আসছে। এসব কুমির সবসময় পানিতে থাকে না। কুমিরটি যেখানে আসছে সেখানে তো বনজঙ্গল নাই। তাই গর্ত করে থাকতে চেয়েছে।

এ সময় গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবিরসহ জেলা বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার বিকেলে গোসাইরহাট উপজেলার পাজালকান্দি এলাকার মো. খলিল কাজির মাছের ঘেরে একটি গর্ত দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরবর্তীতে ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা কুমিরটি উদ্ধার করে।

মো. ছগির হোসেন/এসজে/জিকেএস