লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (২০) উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার নায়েব আলীর ছেলে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে রাস্তার পাশে ভেঙ্গে যাওয়া বিদ্যুতের বাঁশের খুঁটি মেরামতের চেষ্টা করেন আশরাফুল ইসলাম। এসময় বিদ্যুতের তার ছিড়ে গায়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মজিবর রহমান বলেন, ২০ দিন আগে আশরাফুল ইসলাম বিয়ে করেছেন। তার এমন মৃত্যু খুবই কষ্টদায়ক।
রবিউল হাসান/জেএস/এমএস